Cvoice24.com
corona-awareness

নারী কেলেঙ্কারীতে একে একে হেফাজত নেতাদের মুখোশ খুলছে: নাছির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ৮ মে ২০২১
নারী কেলেঙ্কারীতে একে একে হেফাজত নেতাদের মুখোশ খুলছে: নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলামের নাম দিয়ে হেফাজত নেতারা সহজ সরল নারীদের সঙ্গে প্রতারণায় মেতে উঠেছেন। ছলে, বলে, কৌশলে অনেক নারীর দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সম্ভ্রমহানি করেছেন। ইজ্জতের ভয়ে ভুক্তভোগী নারীরা ভন্ড প্রতারক হেফাজত নেতাদের ব্যাপারে মুখ বুজে ছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি।

শনিবার (৮ মে) শেরশাহ কলোনি মিনার রোডে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের ‘সি’ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে ৩০০ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, নারী কেলেঙ্কারীতে ভন্ড প্রতারক হেফাজত নেতাদের মুখোশ খুলে যাচ্ছে। একের পর এক নারী কেলেঙ্কারীতে হেফাজত নেতারা ফেঁসে যাচ্ছেন।  

এসময় ‘সি’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিম কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. ঈসা, কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ চৌধুরী, মো. ইয়াকুব, আবদুল কুদ্দুস বাপ্পী, মাসুদ আলম, মাহাবুব আলম রিপন প্রমুখ।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়