Cvoice24.com

দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, মঞ্চ ভাংচুর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ১২ জানুয়ারি ২০২২
দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, মঞ্চ ভাংচুর

দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের মারামারিতে মঞ্চ ভাংচুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ডাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এসময় সমাবেশ মঞ্চ ভাংচুর করে নেতাকর্মীরা। তবে এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার সিডিএ আবাসিক মাঠে এ ঘটনা ঘটে।

বিএনপি দলীয় সূত্রে জানা যায়, মঞ্চের কাছাকাছি হেলাল গ্রুপের মো. জসিম উদ্দিনের সাথে সরওয়ার জামাল নিজাম গ্রুপের কর্মীদের কথা কাটাকাটি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। এসময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

মঞ্চের নিচেই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর সমাবেশ সংক্ষেপে শেষ করে স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ। 

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ সিভয়েসকে বলেন, ‘সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকে। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই তারা নিজেরাই মারামারিতে জড়ায়। তেমন কেউ গুরুতর আহত হয়নি। কাউকে আটক করা হয়নি। ’
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়