বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে সন্ধানী চমেক ইউনিটের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ২১ মার্চ ২০২২
বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে সন্ধানী চমেক ইউনিটের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে সন্ধানীয়ানদের সঙ্গে শিশুরা।

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চমেক সন্ধানী ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিষ্পাপ অটিজম স্কুলের অর্ধশতাধিক শিশু অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টা ডা.আনিকা ইবনাত, ডা.তানজিমুল হাই রাফি, ফাহিম শাহরিয়ার, কেন্দ্রীয় প্রতিনিধি রোমানুল ইসলাম, সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক তাহিয়্যা করিমসহ একঝাঁক সন্ধানীয়ান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাউন সিনড্রোম একটি জিনঘটিত রোগ যাতে বর্তমানে বিশ্বের অনেক শিশু আক্রান্ত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মের একটি অংশ হল এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। এই শিশুদেরকে বোঝা মনে না করে তাদের মাঝে সুপ্ত প্রতিভা বিকশিত করতে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে সন্ধানীর এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। অনুষ্ঠান শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী সব শিশুকে পুরস্কৃত করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়