Cvoice24.com

বিশ্বকাপ খেলা লঙ্কান ক্রিকেটার এখন বাসচালক

সিভয়েস খেলা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১ মার্চ ২০২১
বিশ্বকাপ খেলা লঙ্কান ক্রিকেটার এখন বাসচালক

শ্রীলঙ্কান সাবেক অফস্পিনার সুরাজ রানদিভ। ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন সবমিলিয়ে ৫০টি ম্যাচ। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তিনি। যদিও সেই ম্যাচে ৯ ওভারে ৪৩ রান খরচায় ছিলেন উইকেটশূন্য। 

রানদিভ সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শিকার ৮৬ উইকেট। পাঁচ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনের বাইরে থাকলেও, ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি ৩৬ বছর বয়সী এ স্পিনার। 

নিজ দেশ শ্রীলঙ্কা ছেড়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন রানদিভ। মেলবোর্নে ফরাসিভিত্তিক বাস কোম্পানি ট্রান্সডেভের হয়ে চাকরি করেন বাসচালকের। শুধু রানদিভ একা নন, শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার চিন্থাকা নামাস্তে এবং জিম্বাবুয়ের ক্রিকেটার ওয়াডিংটন মোয়ায়েঙ্গাও একই কোম্পানির হয়ে বাস চালান।

এ তিনজন ক্রিকেটারই আবার স্থানীয় ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন। তবে জীবিকা নির্বাহের জন্য বেছে নিতে হয়েছে ভিন্ন পথও। বিভিন্ন পেশার প্রায় ১২০০ জন ড্রাইভারকে চাকরি দিয়েছে ট্রান্সডেভ কোম্পানি। রানদিভসহ এ কোম্পানিতে চাকরি করা তিন ক্রিকেটার আশায় আছেন, নিকট ভবিষ্যতে ট্রান্সডেভই নিজেদের ক্রিকেট দল বানাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়