Cvoice24.com

রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা ক্যাপ্টেন মুমিনুলের

সিভয়েস খেলা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২৩ এপ্রিল ২০২১
রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা ক্যাপ্টেন মুমিনুলের

মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক

পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংস বাংলাদেশের কেটেছে স্বপ্নের মতো। দুর্দান্ত সব ইনিংস খেলেছেন ব্যাটসম্যানরা। শুরুতে তামিম ইকবালের ওয়ানডে মেজাজে ব্যাটিং, শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসের সঙ্গে মুমিনুলের বিদেশের মাটিতে প্রথম শতক। রানের পাহাড় গড়েই ঘোষণা করা হয়েছে প্রথম ইনিংস।

ঘাসের উইকেট কিছুটা ভয় ধরালেও সফরকারীরা পাল্টা জবাব দিয়েছে ব্যাট হাতে। বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম দিনের শুরুতে দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাইফ হাসানের শূন্য রানে বিদায়ে ধাক্কা খেলেও সেটা সামলে দলকে দারুণ অবস্থানে নিয়ে যান ওপেনার তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের জুটি গড়ে এগিয়ে নেন দলকে। 

তবে শতকের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় বাঁহাতি ওপেনারকে। ব্যক্তিগত ৯০ রানের মাথায় বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আক্ষেপ নিয়ে।

তামিম না পারলেও শান্ত হতাশ করেননি। তার টেস্ট মেজাজে ব্যাটিং, প্রথম দিনেই তুলে নেয় শতক। সঙ্গে মুমিনুল হকও পূর্ণ করেন অর্ধশতক।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দেড়শ রান পূর্ণ করে শান্ত ছুটেন ডাবল শতকের পথে। তবে হয়নি শেষ পর্যন্ত। ১৬৩ রানে থামতে হয় লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচে। মুমিনুল-শান্তর জুটি থেকে আসে বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় জুটিতে সর্বোচ্চ ২৪২ রান।

এদিন মুমিনুল হকও তুলে নেন ক্যারিয়ারের ১১তম ও বিদেশের মাটিতে প্রথম শতক। ১২৭ রানে মুমিনুলকে থামান ধানাঞ্জায়া ডি সিলভা।

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনের সকালটা দারুণ শুরু মুশফিক-লিটনের ব্যাটে। দুজনের ব্যাটে ভর করে ৫০০ রান পার করে বাংলাদেশ। মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক। 

লিটন দাসও ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক হাঁকান। তবে বিশ্ব ফার্নান্দোর করা অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে গালিতে থাকা অশাধা ফার্নানাদোর হাতে ক্যাচ দেন।

লিটনের পর মেহেদী মিরাজ (৩) ব্যাট করতে এসে সুরাঙ্গা লাকমলের বলে ভুগেছেন, টানা তিন বলে রিভিউ শেষে তৃতীয় বার ফেরেন সাজঘরে।

মুশফিক তার ব্যাটিংয়ের গতি পরিবর্তন করেননি শেষ পর্যন্ত। ধীরে চলো নীতিতে ১৫৬ বলে ৬৮ রান করতেই ঘোষণা আসে ইনিংস শেষ করার। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৪১ রান।

স্বাগতিকদের হয়ে পেসার বিশ্ব ফার্নান্দো নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়াও সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও ধানাঞ্জায়া ডি সিলভা একটি করে উইকেট নেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়