Cvoice24.com

রেকর্ড ভাঙায় মেসিকে অভিনন্দন জানালেন পেলে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২১
রেকর্ড ভাঙায় মেসিকে অভিনন্দন জানালেন পেলে

চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচটিতে দলের হয়ে হ্যাটট্রিক করেন মেসি। আর এর মধ্য দিয়ে নতুন নজিরও গড়েন। ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। এমন অর্জনেও হাসপাতালে থাকায় মেসিকে অভিনন্দন জানাতে পারেননি পেলে।

সেজন্য আর্জেন্টাইন অধিনায়কের কাছে দুঃখপ্রকাশও করেছেন তিনি। গ্রেট পেলে বলেন, ‘হ্যালো মেসি। দেরি করে ফেলায় দুঃখিত। চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ!’

এক সময় মাঠ দাপিয়ে বেড়ানো ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন। ফুটবল সম্রাটের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। তবে স্বস্তির খবর হলো, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। এদিকে, শারীরিকভাবে একটু সুস্থ হয়েই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে স্মরণ করলেন তিনি।

৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এতদিন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন পেলে। মেসি তাকে ছাড়িয়েছেন বলিভিয়া ম্যাচের হ্যাটট্রিক দিয়ে। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা এখন ৭৯টি।

এদিকে, মেসির বর্তমান ক্লাব পিএসজিতে তার সঙ্গী হিসেবে আছেন সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার নেইমার-এমবাপ্পে। পিএসজিতেও মেসি সফল হবেন, এমন শুভকামনা জানিয়েছেন পেলে। তিনি বলেন, ‘আশা করি তুমি নেইমার ও এমবাপ্পের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়