Cvoice24.com

চরম দুর্ভোগে এলাকাবাসী
সাতকানিয়া কলেজ সড়ক খানাখন্দে ভরা

প্রকাশিত: ১০:৫৫, ২ জুন ২০১৮
সাতকানিয়া কলেজ সড়ক খানাখন্দে ভরা

সাতকানিয়া উপজেলার সদরে যাতায়াতের প্রধান দুই সড়কের মধ্যে কলেজ সড়কটি অধিক গুরুত্ব বহন করে। সাতকানিয়া-বাঁশখালী নামের আরেকটি সড়ক থকালেও তা সরাসরি উপজেলা পষিদের সাথে সংযুক্ত নয়। কলেজ সড়কই উপজেলার পরিষদের সাথে সরাসরি সংযোগ সড়ক। বর্তমানে এ গুরুত্বপূর্ণ সড়কটির অধিকাংশ স্থানে বিশাল বিশাল গর্ত আর খানাখন্দে ভরে বেহাল দশায় পরিণত হয়েছে।

প্রায় সাড়ে ৩ কিলোমিটার পিচঢালা সড়কের ৬টি স্থানে খানখন্দ সৃষ্টি হওয়ার কারনে যান চলাচলের অযোগ্য হয়ে গেছে। গত কয়েক বছর ধরে সড়কটি বেহাল দশায় পরিনত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহন করেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকবাসীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা পরিষদ ও থানার সাথে যোগাযোগকারী সাধারন জনগন। এ সড়কের সাতকানিয়া রাস্তার মাথা থেকে সাতকানিয়া সরকারি কলেজ পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের একাধিক স্থানে কয়েক বিশাল আকারে গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্ত কাঁদা পানিতে একাকার হয়ে আছে। এতে ঝুঁকি নিয়ে হেলে ধুলে চলাচল করছে যানবাহন মালবাহী গাড়ী। আবার সড়কের বহুস্থানে গর্তের সৃষ্টি না হলেও কার্পেটিং উঠে ইটের খোয়া ও কংকর দেখা যাচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে রাস্তার মাথায় কলেজ রোড়ের প্রবেশ মুখে ৩০ ফুট আরসিসি ঢালায় করা হয়েছে সাম্প্রতিক সময়ে। ঢালাইয়ের দু’পাশেই সৃষ্টি হওয়া গর্তে ভাঙা ইট দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করেছে কর্তৃপক্ষ। ভাঙা সড়কে ভাঙা ইট চলাচল কারীদের দুর্ভোগের মাত্রা আরো বাড়িয়েছে। আধা কিলোমিটার সামনে গেলেই হাঙ্গরমুখ খালের প্রবেশ মুখে ছোট একটি কালবার্ট রয়েছে তার দু’পাশেই গর্ত। ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ১শ’ মিটার সড়ক জুড়ে খানাখন্দ। নাপিতের চর বাজারের পশ্চিমে সড়ক যেন ছোটখাট একটি পুকুর। সড়কের উপর সৃষ্ট পুকুর কাঁদা পানিতে সয়লাব। এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে সাতকানিয়া সরকারী কলেজ, ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়, পটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছৈয়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতকানিয়া মহিলা কলেজ, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দুদু ফকির ফাজিল মাদ্রাসা’র শিক্ষক শিক্ষার্থীরা। বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে চরম দুর্ভোগ পোহাচ্ছে।  সাতকানিয়া দলিল লেখক আলহাজ্ব জহির উদ্দিন বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করি। রাস্তার মাথা থেকে সাতকানিয়া সরকারি কলেজ পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের একাধিক স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় এ অঞ্চলের মানুষের কষ্টের শেষ নেই। এছাড়া সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং ও ইটের খোয়া উঠে গিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শাহেদ বলেন, সড়কটির একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহনে করে কলেজে যাওয়া-আসা করছি। যানবাহনযোগে যাতায়াতের সময় ভয়ের মধ্যে থাকি কখন বুঝি উল্টে যাচ্ছে।    

সাতকানিয়া উপজেলা প্রকৌশলী নাশিদ হাসান সিরাজী বলেন, সড়কটির কয়েকটি স্থানে ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এমপি স্যারের নির্দেশে সড়কটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। বরাদ্দ পাওয়া গেলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ করা হবে।

-সিভয়েস/সা.হা.

মো. জাহেদ হোসাইন, সাতকানিয়া

সর্বশেষ

পাঠকপ্রিয়