শরিয়া ব্যাংকিংয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রকাশিত: ১৪:৫০, ৩০ ডিসেম্বর ২০২০
শরিয়া ব্যাংকিংয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক

নতুন বছরের প্রথম দিন থেকেই শরিয়াভিত্তিক নীতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ১৯৮৩ সালে ইসলামি শরিয়া আইনে বাংলাদেশে প্রথম ব্যাংকিং কার্যক্রম শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী শরিয়া আইনে ব্যাংকিং পরিচালনা করছে ৮টি ব্যাংক। 

২০২১ সালের ১ জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শরিয়াভিত্তিক ব্যাংক শুরু করার তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নজরুল হুদা।

তিনি সিভয়েসকে বলেন, ‘এখন পর্যন্ত ৬৩টি ব্যাংকের অনুমোদন আছে। তারমধ্যে দুইটি ব্যাংক এখনো কার্যক্রম শুরু করেনি। স্ট্যান্ডার্ড ব্যাংক নতুন বছরের ১ জানুয়ারি থেকে শরিয়াভিত্তিক ব্যাংক ব্যাংকিং শুরু করতে যাচ্ছে। এটি সহ ৯টি ব্যাংক ইসলামী শরিয়া ব্যাংকিং কার্যক্রমে অন্তর্ভক্ত হচ্ছে।’

এ নিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকে নতুন নিয়োগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক লিমিটিড চট্টগ্রাম উত্তর জোনের ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘কোনো ব্যাংক নতুনভাবে শরিয়াভিত্তিক ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করলে তাদের অবকাঠামোগত বেশ কিছু বিষয়ের পরিবর্তন হয়। শরিয়াভিত্তিক ব্যাংকিং মানে শুধুমাত্র লাভ ও সুদ সংক্রান্ত বিষয় নয়। এখানে শতভাগ ইসলামি আইন প্রণয়নের চেষ্টা করা হয়। ফলে ব্যাংকের স্টাফদেরও এসব নীতিমালা মানতে হয়। তাই নতুন নিয়োগের সম্ভবনা সৃষ্টি হতে পারে।’

এ বিষয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এম. মঞ্জুরুল আলমের সাথে কথা বললে তিনি সিভয়েসকে বলেন, ‘নতুন বছর থেকে ইসলামি শরিয়া ফর্মূলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে। তবে এ নিয়ে বিশেষ কোনো তথ্য নেই। কার্যক্রম শুরু হলে তখন বিভিন্ন বিষয় উঠে আসবে।’

সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়