Cvoice24.com

শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ মাদক সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হবে: মেয়র

প্রকাশিত: ১১:৫৫, ২২ এপ্রিল ২০১৮
শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ মাদক সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হবে: মেয়র

চসিকের সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সিভয়েস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩তম সাধারণ সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল ও কলেজগুলোতে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মত বিনিময়, সভা শুরু করা হবে। 

ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের আলোকে নগরীর ৪১ ওয়ার্ডে নিয়মিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক কার্য্ক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সন্ত্রাস,মাদক ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক শক্তি কমিটি গঠন করা হচ্ছে। এই পর্যন্ত১৬টি ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভা সম্পন্ন হওয়া ওয়ার্ড গুলোর সামাজিক শক্তি কমিটি এবং এলাকার মাদকজীবী ও ব্যবহারকারীদের তালিকা এখনো সিটি কর্পোরেশনের কাছে পাঠানো হয়নি। তিনি উপস্থিত কাউন্সিলরবৃন্দকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সামাজিক শক্তি কমিটি গঠন ও মাদকজীবী-ব্যবহারকারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর পাঠানোর নির্দেশনা দিয়েছেন। 

রোববার (২২ এপ্রিল) দুপুরে চসিক কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে চসিক’র সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। 

প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মেয়র আরো বলেন, নগরীর যানজট নিরসনে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ প্রকল্প গ্রহণ এবং পার্কিং স্পট চিহ্নিতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাস,সিএনজি,অটোরিক্সা ও রিক্সা মালিক সমিতিসহ সংশ্লিষ্ট পক্ষের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

শিক্ষা বিভাগে ভর্তুকি কমানো বিষয়ে তিনি বলেন, এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে।এমন কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর পাঠদানের স্বীকৃতিও নেয়া হয়নি। আমরা এসব বিষয়গুলো নিয়ে কাজ শুরু করছি।এমপিওভুক্ত শিক্ষকদেরকে স্ব প্রতিষ্ঠানে পদায়িত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১৫টি ভবন অনুদানের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। 

বন্দরটিলা মাতৃসদন হাসপাতালের আধুনিকায়ন ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চালু করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।  

সভায় প্যানেল মেয়র,কাউন্সিলর,সংরক্ষিত কাউন্সিলর ও বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এএস

9

সর্বশেষ

পাঠকপ্রিয়