Cvoice24.com

বাজিমাত/ চট্টগ্রামে অনলাইনে বিক্রি ৫৩০ কোটি টাকার গরু

আসিফ পিনন

প্রকাশিত: ২২:১৪, ১৪ জুলাই ২০২১
বাজিমাত/ চট্টগ্রামে অনলাইনে বিক্রি ৫৩০ কোটি টাকার গরু

চট্টগ্রামে প্রায় এক যুগ ধরে কোরবানকে কেন্দ্র করে গরু বিক্রি করছে কালুরঘাটের ‘সারা এগ্রো ফার্ম লিমিটেড’। কোরবানে গরু বিক্রির অভিজ্ঞতা প্রায় এক যুগের হলেও এবার প্রথম ‘অনলাইন হাটে’ গরু বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথমবারে অনলাইন প্লাটফরমে কোরবানের এক সপ্তাহ আগেই বিক্রি হয়েছে প্রায় ১১০টি গরু। আর সরাসরি খামার থেকে গরু বিক্রি হয়েছে ২শ’টির বেশি। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ‘অনলাইন হাটে’ এবারের কোরবানিতে এভাবে গরু বিক্রি হচ্ছে মোট ৩৭টি খামার থেকে।

অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১৪ জুলাই) পর্যন্ত চট্টগ্রামে অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ৫৩০ কোটি টাকার গরু।

চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছর করোনা পরিস্থিতিতে অনলাইনে গরু বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। চট্টগ্রামের ৩৭টি অনলাইন প্লাটফরমে এ পর্যন্ত আপলোড হয়েছে ১ লাখ ৫২ হাজার কোরবানি পশু এবং অনলাইনে বিক্রি হয়েছে ৭১ হাজার গরু। তাছাড়া খামার থেকে সরাসরি বিক্রি হয়েছে ৩৫ হাজার কোরবানি পশু।

সবমিলিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে বিক্রি হয়েছে ১১শ’ কোটি টাকার গরু। যার মধ্যে ৫৩০ কোটি টাকার গরু বিক্রি হয়েছে অনলাইনে। 

‘সারা এগ্রো ফার্ম’র ম্যানেজিং ডিরেক্টর আলিফ ইকবাল চৌধুরী সিভয়েসকে বলেন, ‘এ পর্যন্ত আমাদের খামারে প্রায় ৩১০টি গরু বিক্রি হয়েছে। আর অনলাইনে আপলোড করে বিক্রি হয়েছে ১১০টি। এবারে করোনা পরিস্থিতিতে ভালো সাড়া পাওয়া গেছে।’ 

তিনি আরও জানান, টানা ১১ বছর ধরে গরুর খামার করছে প্রতিষ্ঠানটি। করোনা সংক্রমণ এড়াতে এবারেই প্রথম অনলাইন প্লাটফরমে গরু বিক্রি শুরু করেছে। 

আলিফ ইকবাল চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গরুর খামার করছি। বাজারে আমাদের পরিচিতি ও সুনাম আছে। অনলাইন প্লাটফরমে অনেকেই প্রতারিত হওয়ার কথা শোনা যায়। অনলাইনে কোরবানি পশু কেনার জন্য মানুষের আস্থা ও বিশ্বাসটা খুবই প্রয়োজন।’

চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম জেলায় অনলাইন কোরবানি পশুর হাট খুলেছে ৩৭টি প্রতিষ্ঠান। তবে খামারীরা বলছেন, শুধুমাত্র বড় এবং প্রতিষ্ঠিত খামারগুলো থেকে অনলাইনে কোরবানি পশু বেশি বিক্রি হচ্ছে। 

অন্যদিকে দীর্ঘদিন গরুর দুধের খামারে যুক্ত থাকলেও কোরবানিতে এবারে প্রথম গরু বিক্রি শুরু করে ‘রয়েলরাঞ্চ’। প্রথমবারে একশো গরুর মধ্যে বিক্রি হয়েছে প্রায় ৭০টি। কিন্তু চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদের অনলাইনে হাটের তালিকায় যুক্ত হওয়ার পরও  অনলাইন প্লাটফরমে সাড়া পায়নি প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল হাসান সিভয়েসকে বলেন, ‌‘প্রায় সবক’টি গরুই বিক্রি হয়ে গেছে। এখন আমাদের ৩০টি গরু বাকি আছে। এর মধ্যে অনলাইনে ৩/৪টি গরু বিক্রি হয়েছে।’ 

চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ (ভারপ্রাপ্ত) সিভয়েসকে বলেন, ‌‘চট্টগ্রাম জেলায় অনলাইন প্লাটফরমে মোট ১ লাখ ৫২ হাজার পশুর ছবি আপলোড হয়েছে। করোনা পরিস্থিতিতে অনলাইন হাটে বেশ ভালো সাড়া পাওয়া গেছে। তাছাড়া চট্টগ্রাম জেলায় মোট ২২২টি কোরবানি পশুর হাট রয়েছে। এর মধ্যে ৬০টি স্থায়ী ও অস্থায়ী ১৬২টি। এসব হাটে দায়িত্ব পালন করতে প্রস্তুত রাখা হয়েছে ৭৩টি ভেটোনারি মেডিকেল টিম।’

সর্বশেষ

পাঠকপ্রিয়