Cvoice24.com

‘মাইলেজ’ অব্যাহত না থাকলে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের ঘোষণা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ২০ জানুয়ারি ২০২২
‘মাইলেজ’ অব্যাহত না থাকলে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের ঘোষণা

রেলওয়ে কর্মচারীদের বৈঠক।

বাংলাদেশ রেলওয়ের মাইলেজ পদ্ধতির জটিলতা নিরসন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্মচারীরা। এ সময় তারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করে রেলওয়ে কর্মচারীরা। 

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিভয়েসকে বলেন, ‘মাইলেজ জটিলতা নিরসন না হলে আমরা আগামী ৩১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবো। টিটিসহ রেলওয়ে শ্রমিক লীগের শীর্ষ নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন। ১৬০ বছরের মাইলেজ সিস্টেম নিয়ে যে তালবাহানা চলছে আমাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে তা মেনে নিতে হবে। অর্থ মন্ত্রাণালয়ের দেয়া প্রজ্ঞাপন বাতিল করে চলমান সিস্টেম চালু রাখতে হবে।’

এর আগে, গতকাল বুধবার (১৯ জানুয়ারি) হঠাৎ ঘোষণা আসে গত ডিসেম্বরের বেতন-ভাতা বৃহস্পতিবারের (২০ জানুয়ারি) মধ্যে আগের নিয়মে পরিশোধ করা না হলে কর্মবিরতিতে যাবেন রানিং স্টাফরা।

-সিভয়েস/একে

সর্বশেষ

পাঠকপ্রিয়