Cvoice24.com
corona-awareness

নগরের চেয়ে আক্রান্ত বেড়েছে গ্রামে, নতুন শনাক্ত ১৩৬ জন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ২০ জুন ২০২১
নগরের চেয়ে আক্রান্ত বেড়েছে গ্রামে, নতুন শনাক্ত ১৩৬ জন

প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। এর মধ্যে নগরের ৬৭ জন এবং উপজেলার বাসিন্দা ৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৯৮১ জনে দাঁড়ালো। আর মৃত্যু হয়েছে একজন কোভিড রোগীর। 

সিভিল সার্জন কার্যালয় থেকে রোববার (২০ জুন) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮ ল্যাবে মোট ৬৪২টি নমুনা পরীক্ষা করা হয় গেল শনিবার।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজসে (বিআইটিআইডি) ৩৪০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৬৬ জনের। 

৬৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৫টি নমুনা পরীক্ষা করে ৩ জন আক্রান্ত পাওয়া যায়।  

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৭টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ১০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ২২ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি নমুনা পরীক্ষা করে করোনার জীবাণু পাওয়া গেছে একজনের দেহে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬৭ জন এবং উপজেলার বাসিন্দা ৬৯ জন।  

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়