Cvoice24.com

তিন মাস পর সর্বোচ্চ মৃত্যু করোনায়, শনাক্তের হার  ১৫.৭ শতাংশ 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ২৫ জুন ২০২২
তিন মাস পর সর্বোচ্চ মৃত্যু করোনায়, শনাক্তের হার  ১৫.৭ শতাংশ 

দেশে তিন মাস পর করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ২০ মার্চ করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল।  এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৭ জনে।

এদিকে করোনায় শনাক্তের সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮০ জন।  এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জনে।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ১৮। 
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন ও বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ২১৪ জন ঢাকা বিভাগের, ৫ জন ময়মনসিংহ বিভাগের, ৫০ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের ও ১ জন সিলেট বিভাগের।

সর্বশেষ

পাঠকপ্রিয়