করোনায় ফের মৃত্যু দেখলো চট্টগ্রাম, টিকা নিয়েও মারা গেলেন ৬০ বছর বয়সী নারী
সিভয়েস প্রতিবেদক

দীর্ঘদিন পর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু দেখেছে চট্টগ্রাম। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী এ নারীর মৃত্যু হয়।
শুক্রবার(১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। গত কিছুদিন ধরেই সারাদেশের সাথে চট্টগ্রামেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
জানা গেছে, মারা যাওয়া ওই নারী চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। তিনি গত বছরের ২৯ ডিসেম্বরে করোনার বুস্টার টিকা নিয়েছিলেন। ২১ জুন করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে ২ দিন থাকার পর গত ২৬ জুন তিনি মারা যান। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ ছাড়া তার আর কোন উপসর্গ ছিল না।
মারা যাওয়া ওই নারীসহ এখন পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের ৪৪ জন নগরের ও বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।