Cvoice24.com

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ৪ সদস্য আটক

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ২৯ জুন ২০২১
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ৪ সদস্য আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা রিজিওনের বাইল্যাছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, রাষ্ট্রবিরোধী পোস্টার, চাঁদা আদায়ের বইসহ ইউপিডিএফ’র (মূল) ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সেনা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুন) গুইমারা রিজিওনের আওতাধীন বাইল্যাছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে অবৈধ ১টি এলজি, রাষ্ট্রবিরোধী ৩০টি অবৈধ পোস্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায়ের বইসহ ইউপিডিএফের (মূল) ৪ সদস্যকে আটক করে। পরে আটক চারজনকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।

আটক চারজন হলো— বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), জুকের মারমা(১৯), উকাচিং মারমা(২৮) ও থোইচিং মারমা (২০)।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়