Cvoice24.com

ইসলাম জগতবাসীকে ন্যায় ও সুবিচার শিক্ষা দেয়: মেয়র নাছির

প্রকাশিত: ১৪:২১, ২৯ মে ২০১৮
ইসলাম জগতবাসীকে ন্যায় ও সুবিচার শিক্ষা দেয়: মেয়র নাছির

জোহরা জমির হেফজ ও এতিমখানা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। ছবি: সিভয়েস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের বাণী প্রচার ও প্রসারের লক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমরা লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাসে নই। আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে’।

আজ মঙ্গলবার (২৯ মে) বিকেলে নগরীর উত্তর কাট্টলী সিটি গেইট এলাকায় জমির আহম্মদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত জোহরা জমির হেফজ ও এতিমখানা উদ্বোধন উপলক্ষে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, পবিত্র ইসলাম জগতবাসীকে ন্যায় ও সুবিচার শিক্ষা দেয়। অন্যায়, অত্যাচার, শোষন, বঞ্চনা পবিত্র ইসলামে নেই। তিনি হেফজ খানা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেতমতে অবদান রাখায় প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জুকে ধন্যবাদ জানান।

উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সমাজ সেবক আমানত উল্লাহ মাষ্টার, লোকমান আলী, গিয়াস উদ্দিন চৌধুরী, ইকবাল চৌধুরী, কামাল উদ্দিন মাষ্টার, আবুল খায়ের, আবু সুফিয়ান, গিয়াস উদ্দিন, শাহবুদ্দিন, রোখন উদ্দিন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/কেএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়