Cvoice24.com

১০ মিনিট ব্ল্যাকআউটে পুরো চট্টগ্রাম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ২৬ নভেম্বর ২০২২
১০ মিনিট ব্ল্যাকআউটে পুরো চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৩ কেভি সক্ষমতার একটি সঞ্চালন লাইনে হঠাৎ ত্রুটির কারণে ১০ মিনিট ব্ল্যাকআউট ছিল চট্টগ্রাম। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত চট্টগ্রামে বিদ্যুৎ ছিল না। তবে কী কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয় সে বিষয়ে কিছুই জানাতে চাননি কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ বিতরণ দক্ষিণাঞ্চল হিসেবে পরিচিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম সিভয়েসকে বলেন, ‘অল্প সময়ের জন্য ব্ল্যাকআউট ছিল চট্টগ্রাম। মিরসরাইয়ের একটি সঞ্চালন লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিয়েছিল। অল্প সময়ের মধ্যেই আবার ঠিকও হয়ে যায়। সবমিলিয়ে ১০ মিনিটের মতো ব্ল্যাকআউট ছিল চট্টগ্রাম।’

হঠাৎ ত্রুটির প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, ‘সাধারণত ফ্রিকোয়েন্সি গরমিলের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। সেটা যেকোনো কারণে হতে পারে। কোথাও সরবরাহ ঘাটতি দেখা দিলে বা হুট করে কোথাও থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলে এমন হতে পারে। এখানে কেন হয়েছে সেটা বলতে পারিনি। তবে কারিগরি কোনো ত্রুটি ছিল না।’

এদিকে গেলো অক্টোবরে হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এরপরই বেড়ে যায় লোডশেডিংয়ের মাত্রা। চট্টগ্রামেও এর হেরফের হয়নি। দিন-রাতে মিলে কয়েকঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয় চট্টগ্রামবাসীকে।

সর্বশেষ

পাঠকপ্রিয়