Cvoice24.com

রাউজানে ছেলের পাসের সংবাদ পেয়ে কবরে গিয়ে কাঁদছেন মা!

প্রকাশিত: ২২:০৬, ৭ মে ২০১৮
রাউজানে ছেলের পাসের সংবাদ পেয়ে কবরে গিয়ে কাঁদছেন মা!

ছবি: প্রতিনিধি

এস.এস.সি পরিক্ষায় ছেলে পারভেজ পাস করলেও আনন্দ নেই পরিবারে, কবরে গিয়ে কাঁদছেন তার মা। ছেলের পাসের সংবাদ পাওয়ার সাথে সাথে ছুটে যান কবরস্থানে। কাঁদতে কাঁদতে বলছে বাবা তুই পাশ করেছিস! তোর সাথে যারা পাস করেছে সবাই স্কুলে মিষ্টি নিয়ে যাচ্ছে, তুই মিষ্টি নিয়ে যাবি না? তুই না বলতি, ডাক্তার হয়ে মানুষের সেবা করবি ? ছেলের পাসের সংবাদে সন্তানহারা হতভাগ্য মা পারভিন আকতারের এমনি প্রতিক্রিয়া ছিল। ব্যারিষ্টার সুরেশ বিদ্যায়তন থেকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করেছিল মো. পারভেজ (১৫)। সে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফয়েজ আহম্মদ চৌধুরী বাড়ির কোবাত আলীর পুত্র। সকল বিষয়ের পরিক্ষায় অংশগ্রহণ করার মধ্যমে পরিক্ষা শেষ করার একমাস পর (২৭ মার্চ) রাতে আত্মহত্যা করেছিল। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। 

রবিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মো. পারভেজ ১২টি বিষয়ের মধ্যে ৫টি বিষয়ে এ প্লাসসহ ৩.৯৪ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পারভেজের বাড়িতে গিয়ে দেখা যায় তার মা  সন্তান হারানোর শোকে কাতর। পাস করলেও ছেলের অনুপস্থিতিতে নির্বাক হয়ে তাকিয়ে আছেন তিনি। চোখ দিয়ে ঝড়ছে অশ্রু।

প্রতিবেশীরা জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর পাসের সংবাদ পেয়ে তার মা ছুটে যান কবরস্থানে। সেখানে গিয়ে কেঁদে কেঁদে সন্তানকে পাসের সংবাদ জানান তিনি। 

ব্যারিষ্টার সুরেস বিদ্যায়তনের প্রধান শিক্ষক অশোক কুমার সরকার বলেন, দুপুরে পারভেজের মা ফোন করে জানতে চেয়েছিল সে পাস করেছে কিনা। পাস করেছে এ সংবাদ বলার সাথে সাথে তিনি কাঁন্না শুরু করেন। আমাদের বিদ্যালয় থেকে ১২১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ১০৬ জন শিক্ষার্থী পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে পারভেজও একজন। পারভেজ মধ্যম মেধাবী হলেও অদম্য ইচ্ছশক্তি ছিল। পারভেজের সহপাঠীরা স্কুলে আসলে তার কথা বার বার মনে করাত। কেন সে আত্মহত্যা করল কিছুই বুঝতে পারছিনা। 

অরুন কুমার বিদ্যা নামের এক শিক্ষক বলেন, তার শুণ্যতা অনুভব করেছি। খুব ভালো ছেলে ছিল, নিয়মিত পড়াশোনা করতো। পাস করার আনন্দ সে উপভোগ করতে পারেনি। রঞ্জিত কুমার দে নামের আরেক শিক্ষক বলেন, পাস করেছে, এ পাস তো কোনো কাজে লাগবে না। সে আমাদের সন্তানের মতো ছিল। তার মৃত্যুতে আমরাও মর্মাহত। 

সিভয়েস/এইচআর/এমআইএম

72

সর্বশেষ

পাঠকপ্রিয়