Cvoice24.com

চট্টগ্রামে ডেঙ্গুতে ষাটোর্ধ্ব নারীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ১৬ নভেম্বর ২০২২
চট্টগ্রামে ডেঙ্গুতে ষাটোর্ধ্ব নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার (১৬ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। 

আয়েশা বেগম নগরের হালিশহর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘গতকাল মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ১১ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।’

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০ জন রোগী। এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৭ জন। তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ২৫ এবং সরকারি হাসপাতালে ৭২ জন চিকিৎসাধীন আছেন। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৮৪৩ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়