Cvoice24.com

পটিয়ায় একই স্কুলে দু’বার চুরি

প্রকাশিত: ১৫:৫৫, ৭ মে ২০১৮
পটিয়ায় একই স্কুলে দু’বার চুরি

ছবি: প্রতীকী

পটিয়ায় একটি প্রাথমিক স্কুলে দু’সপ্তাহে দুই বার চুরির ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় চোর দল প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত ২২ এপ্রিল ও ৫ মে রাতে পৃথক দুটি চুরির ঘটনায় স্কুলের পক্ষ থেকে থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পিংগলা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতেয়ারুল হক জানান, প্রথম চুরির ঘটনার পরদিন অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ যদি একবারও ঘটনাস্থলে যেতেন তাহলে দ্বিতীয় চুরির ঘটনা ঘটতো না। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম চুরির ঘটনায় চোরেরদল একটি কম্পিউটার, সিপিইউ, মাউস, সৌর বিদ্যুতের সংযোগ খুলে দুটি ব্যাটারি, স্কুলের জন্য তামার তৈরি ঘণ্টা ও বালতি চুরি করে নিয়ে যায়। সর্বশেষ ঘটনায় গ্যসের চুলা ও সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রি চুরির ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক বখতেয়ারুল হক জানান, দুটি ঘটনায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগ তদন্তের জন্য এস আই মোহাম্মদ ইফতেখারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তিনি একবারও ঘটনাস্থলে যান নি। তার সাথে মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও তিনি ঘটনা তদন্তে কোন ধরণের উৎসাহ দেখান নি। ফলে পুনরায় চুরির ঘটনা ঘটে। 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার লিখিত অভিযোগ তদন্তের জন্য তার উপর দায়িত্ব অর্পণের বিষয়টি স্বীকার করে জানান, স্কুলে পুলিশ গেলে শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রভাব পড়তে পারে তাই তিনি সেখানে যান নি। তবে অন্যভাবে তদন্ত করা হচ্ছে। তার গাফেলতিতে পুনরায় চুরির ঘটনা ঘটেছে বলে স্কুলের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুনরায় চুরির বিষয়টি তিনি শোনেন নি। চুরির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।   

সিভয়েস/এসএ/এমআইএম

60

সর্বশেষ

পাঠকপ্রিয়