Cvoice24.com


নকল স্যানিটাইজারের বিরুদ্ধে হাটহাজারীতে অভিযান

প্রকাশিত: ১০:৪৪, ৯ জুলাই ২০২০
নকল স্যানিটাইজারের বিরুদ্ধে হাটহাজারীতে অভিযান

হাটহাজারীতে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। 

এ সময় নকল স্যানিটাইজার বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৩ বোতল স্যানিটাইজার জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও রুহুল আমিন সিভয়েসকে জানান, করোনা পরিস্থিতিতে মানুষের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে নকল স্যানিটাইজার ছড়িয়ে দিচ্ছে। কম দামে কিনে বেশী লাভের আশায় দোকানিরাও এসব নকল স্যানিটাইজার বিক্রয়ে ব্যস্ত। 

আজ অভিযানে কিছু দোকানে জিজ্ঞাসাবাদে দোকানিরা তা স্বীকার করে। তবে স্যানিটাইজার যারা দোকানে দোকানে পাইকারী হিসেবে দিচ্ছে তাদের নাম ঠিকানা এমনকি মোবাইল নাম্বারও দোকানিদের কাছে নেই। তারা নাকি দোকানে এসে দিয়ে যায়। সকলকে এসব পণ্য কিনতে আরও সচেতন হতে হবে। অভিযান নিয়মিত চলবে বলেও জানান রুহুল আমিন।

-সিভয়েস/এসএইচ

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়