২৫ মিনিটে জিইসি থেকে পতেঙ্গা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ২১ আগস্ট ২০২৩
২৫ মিনিটে জিইসি থেকে পতেঙ্গা

চলতি বছরের নভেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের বহুল কাঙ্খিত প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হওয়া এই মেগাপ্রকল্পটি  চালু হলে চট্টগ্রামের নাগরিকরা যাতায়াতে চরম ভোগান্তি থেকে মুক্তি পাবেন। আর ১৬ কিলোমিটারের এই ফ্লাইওভার খুলে দিলে মাত্র ২০ থেকে ২৫ মিনিটে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে চট্টগ্রাম বিমানবন্দর, সমুদ্রসৈকত, কর্ণফুলী টানেল পৌঁছানো যাবে।

ইতোমধ্যে প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে; পুরোধমে চলছে ফ্লাইওভারের কার্পেটিংও। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে চট্টগ্রাম শহরের শিল্পাঞ্চল (ফৌজদারহাট শিল্পাঞ্চল, নাসিরাবাদ শিল্পাঞ্চল ও কালুরঘাট শিল্পাঞ্চল) ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। ছবিটি সোমবার নগরের ইপিজেড এলাকা থেকে তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ

পাঠকপ্রিয়