আউটার রিং রোডে জোড়া লাগছে নগর
সিভয়েস প্রতিবেদক
চট্টগ্রামের ১৪ কিলোমিটার দীর্ঘ সাগর পাড়ের আউটার রিং রোডের কার্যকারিতা বাড়াতে এই প্রকল্পের সাথে যুক্ত ফিডার রোডগুলোর (সংযোগ সড়ক) নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরের সেপ্টেম্বর চালু হচ্ছে নগরের বহুল কাঙ্খিত এই রোডগুলো। যার ফলে নগরের অভ্যন্তর থেকে এই রোডে যুক্ত হতে আর কোন বাঁধা থাকবে না।
সাগর পাড়ের আউটার রিং রোডের কার্যকারিতা বাড়াতে দুটো ফিডার রোড নির্মাণ কাজ হাতে নেন সিডিএ। যার মধ্যে আছে ৯০০ মিটার দীর্ঘ ফ্লাইওভারও। ছবিগুলো নগরের দক্ষিণ কাট্টলী রাসমনি ঘাট প্রান্তের ফিডার রোড-৩ থেকে তোলা।