ভোটের পর প্রথম ভারত সফরে সিইসি

প্রকাশিত: ০৫:৪২, ১৫ জানুয়ারি ২০১৯
ভোটের পর প্রথম ভারত সফরে সিইসি

ভারতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সফরে তিনি দেশটির ‘জাতীয় ভোটার দিবসের’ একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

বিষয়টি মঙ্গলবার (১৫ জানুয়ারি) নিশ্চিত করেছেন  ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বিদেশে সফরে যাচ্ছেন তিনি। তার সঙ্গে স্ত্রী হোসনে আরা হুদাও যাবেন বলে জানা গেছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম জানান, সিইসি নূরুল হুদা আগামী ২৩ জানুয়ারি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৪ ও ২৫ জানুয়ারি ‘জাতীয় ভোটার দিবসের’ অনুষ্ঠানে অংশ নেয়ার পর ২৮ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন।

এতে আরো বলা হয়, সস্ত্রীক সিইসির এ সফরে ভারতে থাকা, খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াতের ব্যয় দেশটির নির্বাচন কমিশন বহন করবে। এছাড়া তার বিমান ভাড়াসহ অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

একই অনুষ্ঠানে যোগ দিতে ২৩ জানুয়ারি ভারত সফরে যাবেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। তিনি ২৬ জানুয়ারি দেশে ফিরবেন।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়