স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিলো সন্ধানী চমেক ইউনিট

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ১৪ জুন ২০২২
স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিলো সন্ধানী চমেক ইউনিট

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিয়েছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। 

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজী বিভাগের বিভাগীয় প্রধান এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার-উল-হক।

অনুষ্ঠানে অতিথিরা, সীতাকুণ্ডে ট্রাজেডিতে মেডিকেলে রক্তদিতে ছুঁটে আসায় স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের আজীবন সদস্য অধ্যাপক ডা. ইমরান বিন ইউনূস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরীসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা , সভাপতি, সাধারণ সম্পাদক, এক ঝাঁক সন্ধানীয়ানসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সর্বোচ্চ ৯০ বার রক্তদানের জন্য মো. নাজমুল ইসলামকে সর্বোচ্চ রক্তদাতার সম্মাননা তুলে দেন অতিথিরা। 

সর্বশেষ

পাঠকপ্রিয়