Cvoice24.com

ওয়াসার পাইপলাইন কেটে আগ্রাবাদে জনদুর্ভোগ  

প্রকাশিত: ১৮:১৪, ৬ মার্চ ২০২১
ওয়াসার পাইপলাইন কেটে আগ্রাবাদে জনদুর্ভোগ  

ওয়াসার পাইপলাইন কেটে আগ্রাবাদে জনদুর্ভোগ

নগরের আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলাকালে ওয়াসার পাইপলাইন কাটা পড়েছে। এ ঘটনায় সাময়িকভাবে ওয়াসার পানি সরবরাহ বন্ধ করা হয়। এতে জনদুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। 

শনিবার (৬ মার্চ) ভোরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর শ্রমিকরা বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পানির পাইপলাইন কেটে যাওয়ার পর পরই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে জমে যায় পানি। ফলে ওয়াসা কর্তৃপক্ষ ওই এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেয়।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদুর আলম সিভয়েসকে বলেন, ‘আগ্রাবাদে বর্তমানে ওয়াসার পানি সরবারহ বন্ধ করে রাখা হয়েছে। ওই এলাকায় তীব্র যানজট থাকায় মেরামতের কাজ রাতে করা হবে। যতদ্রুত সম্ভব জনদুর্ভোগ লাঘব করার চেষ্টা করা হবে ওয়াসার পক্ষ থেকে।’

‘ওয়াসা থেকে কাগজপত্র ও নকশা সব পাঠানো হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। কাজ শুরু করার আগেও আমাদের কর্মকর্তারা তাদের সব বুঝিয়ে দিয়েছিল।’ তবুও গতকাল রাতে কাজ করার সময় পানির পাইপলাইন তারা কেটে ফেলে বলে জানান মাকসুদ আলম।

-সিভয়েস/এইচবি/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়