চবিতে অডিও ফাঁস: ১০ দিনেও শুরু হয়নি তদন্ত 

চবি প্রতিনিধি:

প্রকাশিত: ১২:৫৯, ১৬ মার্চ ২০২২
চবিতে অডিও ফাঁস: ১০ দিনেও শুরু হয়নি তদন্ত 

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেন সংক্রান্ত ফোনালাপ ফাঁস ঘটনায় সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে এই ঘটনা তদন্তে গত ৫ মার্চ চার সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। কথা ছিল তিন কর্মদিবসের মধ্যে জড়িতদের সনাক্ত করে প্রতিবেদন জমা দেবে কমিটি। কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও এই ঘটনার কাজ শুরুই করতে পারেনি গঠিত তদন্ত কমিটি।

চার সদস্যের কমিটিতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ কে এম মইনুল হক মিয়াজী আহ্বায়ক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান সদস্য সচিব এবং সিনেট সদস্য অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান সদস্য হিসেবে ছিলেন।

অর্থ লেনদেনের অডিও ফাঁস, চবির ফারসি বিভাগের শিক্ষক নিয়োগ বাতিল

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মাইনুল হক মিয়াজী সিভয়েসকে বলেন, ‘আমি অফিসিয়ালি কোনো চিঠি পায়নি। তাই কাজ শুরু করতে পারেনি। এখন ছুটিতে আছি। তবে গতকাল অফিস থেকে আমাকে কল দিয়ে বলা হয়েছে একটা চিঠি এসেছে। কোন চিঠি সেটা আমি জানি না। অফিসিয়াল চিঠি আসলে কাজ শুরু করার কথা জানান তিনি।’

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সিভয়েসকে বলেন, ‘আমরা গতকাল (মঙ্গলবার) চিঠি পাঠিয়ে দিয়েছি।’

অডিও ফাঁস, রাষ্ট্রীয় তদন্ত কমিটি চায় চবি শিক্ষক সমিতি

এতদিন না পাঠানোর বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘উপাচার্য ম্যাম অসুস্থ, চিকিৎসার জন্য ভারতে গেছেন। চিঠি পাঠাতে হলে ওনার অনুমোদনের প্রয়োজন ছিল, তাই পাঠাতে পারেনি। এখন যেহেতু ম্যামের আসতে দেরি হচ্ছে তাই গতকাল ওনার অনুমতি নিয়ে আমরা কমিটির নিকট চিঠি পাঠিয়ে দিয়েছি।’

প্রসঙ্গত, এর আগে গত ৩ মার্চ ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের কয়েকটি অডিও ফাঁস হয়। পরে ৫ মার্চ ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বোর্ডের সুপারিশ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

সর্বশেষ

পাঠকপ্রিয়