Cvoice24.com

এবার টিকা পাবে চট্টগ্রামের বেদে সম্প্রদায়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২২ নভেম্বর ২০২১
এবার টিকা পাবে চট্টগ্রামের বেদে সম্প্রদায়

প্রতীকি ছবি

চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পর এবার চট্টগ্রামের বেদে সম্প্রদায়কে টিকার আওতায় আনছে স্বাস্থ্যবিভাগ। আগামী বৃহস্পতিবার এই সম্প্রদায়ের দেড়শ জনকে প্রাথমিকভাবে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। 

সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চোধুরী।

এরআগে গত ২০ নভেম্বর (শনিবার) চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। সিদ্ধান্তনুযায়ী আজ দুপুর দেড়টা থেকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম।

এছাড়া গতকাল রোববার খুলশী থানা এলাকার ঝাউতলা ছিন্নমূল বস্তির ২ হাজার মানুষকে নিয়ে শুরু হয়েছে বস্তিবাসীদের টিকা কার্যক্রম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়