Cvoice24.com

৬ মাসেই ফের পানির দাম বাড়ালো ওয়াসা, সেপ্টেম্বরে কার্যকর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ৩ আগস্ট ২০২২
৬ মাসেই ফের পানির দাম বাড়ালো ওয়াসা, সেপ্টেম্বরে কার্যকর

চট্টগ্রাম ওয়াসা।

বৈশ্বিক সংকটের কারণে নিত্যপণ্যের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দামও। এবার পানির দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ানো হচ্ছে পানির দাম। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একদফা দাম বাড়ানো হয়েছিল।

নতুন দামে আবাসিকে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ৫ টাকা এবং বাণিজ্যিক খাতে ৫ দশমিক ১৮ পয়সা দাম বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থকে নতুন দাম কার্যকর হতে যাচ্ছে।

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, চলতি বছরের শুরুতেই পানির দাম বাড়ায় চট্টগ্রাম ওয়াসা। নতুন করে পানির দাম বেড়ে যাওয়ায় প্রতি ইউনিটে আবাসিক গ্রাহকদের ১৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮ টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা দিতে হবে। বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ সংখ্যা  রয়েছেন ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ রয়েছে ৭ হাজার ৭৬৭টি।

পানির দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ সিভয়েসকে বলেন, পানির উৎপাদন খরচ আগের চেয়ে বেড়েছে। বিভিন্ন প্রকেল্পর ঋণের টাকাও পরিশোধ করতে হবে। এসব বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০০৯ সালে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম নেওয়া হতো ৫ টাকা ৪১ পয়সা, বাণিজ্যিকে ১৫ টাকা ৩২ পয়সা। ২০১৪ সালে আবাসিকে পানির দাম বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৯০ পয়সা, বাণিজ্যিকে ১৯ টাকা ৫৯ পয়সা। ২০২০ সালে আবাসিকে পানির দাম ১২ টাকা ৪০ পয়সা, বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

-সিভয়েস/আরকে/এআর

Add

সর্বশেষ

    পাঠকপ্রিয়