Cvoice24.com

সিভয়েসে সংবাদ/
‘কেরোসিন পানির’ উৎস খুঁজতে চান্দগাঁওয়ে ওয়াসার টিম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ৬ নভেম্বর ২০২২
‘কেরোসিন পানির’ উৎস খুঁজতে চান্দগাঁওয়ে ওয়াসার টিম

গত তিনদিন ধরে চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানিতে কেরোসিন তেলের গন্ধ’ পাওয়া যাচ্ছে

গত তিনদিন ধরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে ‘কেরোসিনের গন্ধ’ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের করা অভিযোগ নিয়ে  শনিবার (৫ নভেম্বর) দুপুরে ‘চট্টগ্রাম ওয়াসার পানিতে কেরোসিনের গন্ধ!’ শিরোনামে সিভয়েসে প্রধান সংবাদ প্রকাশের পরই টনক নড়ে ওয়াসা কর্তৃপক্ষের। পানিতে কেরোসিনের গন্ধ'র উৎস খুঁজতে শনিবার রাত ১০টায় তিন সদস্যের একটি টিম চান্দগাঁও এলাকায় যান। ওই এলাকার কয়েকটি বাসাবাড়ি থেকে পানির নমুনা সংগ্রহ করেন তারা। আগামীকাল (৬ নভেম্বর) পুনরায় মাঠ পর্যায়ে কেরোসিনের গন্ধ যুক্ত পানির হদিস খুঁজবেন বলে জানিয়েছেন ওয়াসা কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ওয়াসার (মড ৩- সার্কেল) উপসহকারী প্রকৌশলী মো জাহিদুল ইসলাম খান সিভয়েসকে বলেন, ‘আমাদের তিন সদস্যের একটা টিম ঘটনাস্থলে এসেছি। আমরা কয়েকটি বাসা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছি। রাত হয়ে যাওয়ায় কোথা থেকে এমন পানি পাচ্ছেন সে কারণ খুঁজে দেখা সম্ভব হয়নি। তাই আগামীকাল আমরা আবারও ওই এলাকায় যাবো। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে দেখা হবে ঘটনার সত্যতা আছে কিনা।’

পানিতে কেরোসিনের গন্ধ পেয়েছেন কিনা এমন প্রশ্ন করা হলে প্রথমে ওয়াসার এই কর্মকর্তা প্রশ্নটি এড়িয়ে যেতে চান। পরবর্তীতে পুনরায় একই প্রশ্ন করা হলে পানিতে কেরোসিনের গন্ধ খুঁজে পাননি উল্লেখ করে তিনি বলেন, ‘আসলে আমরা কয়েক জায়গা থেকে নমুনা নিয়েছি। যেহেতু তারা (বাসিন্দারা) অভিযোগ করেছেন আমরা মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে দেখবো। কারণ তো খুঁজে দেখতে হবে। এরপরই জানা যাবে। তবে আমরা পানিতে কেরোসিনের গন্ধ পাইনি। তাও দেখবো কেন তারা এমন অভিযোগ করেছেন।’

এদিকে, পানিতে কেরোসিনের গন্ধ পাওয়ার অভিযোগকারী ভুক্তভোগী বাসিন্দা ওয়াহিদুল আলম ওয়াহিদ বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আপনাদের নিউজের কারণে ওয়াসার টিম এখানে নমুনা সংগ্রহ করতে এসেছেন। আমাদেরসহ আশেপাশের কয়েকটা বাড়িতে উনারা গিয়ে নমুনা নিয়েছেন।’

ওয়াসা কর্তৃপক্ষের উপস্থিতিতে পানিতে কেরোসিনের গন্ধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী এ বাসিন্দা বলেন, ‘কয়েকটা বাসায় ছিল আবার কয়েকটা বাসায় ছিল না। ওই জন্য উনারা (ওয়াসা কর্তৃপক্ষ) কাল আসবেন বলেছেন।’

-সিভয়েস/এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়