আল্লামা জসিম উদ্দীন রেজভীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৬:৫৩, ১৭ ডিসেম্বর ২০১৮
আল্লামা জসিম উদ্দীন রেজভীর দাফন সম্পন্ন

চট্টগ্রামের বিশিষ্ট অালেমেদ্বীন, আলা হযরত গবেষক আলহাজ্ব আল্লামা জসিম উদ্দিন রেজভীকে চারদফা জানাযা শেষে আজ সোমবার(১৭ ডিসেম্বর) ফটিকছড়ির জাহানপুরে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

আল্লামা জসিম উদ্দীন রেজভী রোববার রাতে নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে.... রাজেউন)।

তিনি দীর্ঘদিন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ভারত, ব্যাংকক ও দেশে চিকিৎসা নেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্রগ্রাম উত্তর জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামআত (সমন্বয় কমিটি) ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সদস্য-সচিব ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইটে অবস্থিত ফতেপুর মন্জুরুল ইসলাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ছিলেন।

তার প্রথম জানাযা আজ জামেয়া আহমদিয়া, দ্বিতীয় জানাযা লালিয়ারহাট রাজ্জাকিয়া মাদ্রাসা, তৃতীয় জানাযা মঞ্জুরুল ইসলাম আলীম মাদ্রাসা ও সর্বশেষ নিজ বাড়ীতে চতুর্থ দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে পিতার পাশে দাফন করা হয়।

-সিভয়েস/আরএইচ

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়