Cvoice24.com

চট্টগ্রামে সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৯, ৭ জুলাই ২০২২
চট্টগ্রামে সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

স্বস্তিতে চট্টগ্রাম ছাড়ছে ঘরমুখো মানুষ

পরিবারের সঙ্গে ঈদ করতে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে মানুষ। মহাসড়কে ভোগান্তি এড়াতে তৃতীয় দিনের মতো নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঈদের ট্রেন। 

বৃহস্পতিবার (৭ জুলাই) ৭টায় সুবর্ণ এক্সপ্রেস, ৭টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস দুটি ট্রেন যথাসময়ে রেলস্টেশন ছেড়ে গেছে। তবে সকাল নয়টায় ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী সিভয়েসকে বলেন, আমাদের শিডিউল বির্পযয় হওয়ার কোনো সুযোগ নেই। ভোরে ডকইয়ার্ডে বিজয় এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছেছে। গতবারের মতো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরি হতে পারে। বাকি ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

রেলস্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে পাহাড়িকা এক্মপ্রেসের যাত্রী মো. মনিরুজ্জামান সিভয়েসকে বলেন, অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। কোনো রকম ঝক্কি ছাড়াই ট্রেনে বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে।

এদিকে সময় বাড়তেই রেলস্টেশনে বাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষের চাপ। ফ্ল্যাটফর্মে ট্রেন আসতেই ট্রেনে উঠতে হুড়োহুড়ি করছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে গত ৫ জুলাই থেকে ঈদের ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর, মেইলসহ ১৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এসব ট্রেনে ১০ হাজারের বেশি যাত্রী ট্রেন যাতায়াতের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরকে/

সর্বশেষ

পাঠকপ্রিয়