Cvoice24.com

ক্যাম্পাস ছাড়তে রাজি নয় চারুকলার শিক্ষার্থীরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৩
ক্যাম্পাস ছাড়তে রাজি নয় চারুকলার শিক্ষার্থীরা

জরুরি সিন্ডিকেট সভা ডেকে এক মাস বন্ধের ঘোষণা দিয়ে রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার ঘোষণা দিলেও তা মানতে নারাজ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলছেন, আন্দোলন ধূলিসাৎ করার জন্যই মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্ত। আগামী রবিবার থেকে তাদের আমরণ কর্মসূচি শুরু হবে। মূল ক্যাম্পাসে স্থানান্তরের পাকাপোক্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা ক্যাম্পাসে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

চারুকলার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ফাহিম বলেন, ‘সিন্ডিকেট সভায় আমাদের মূল ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বন্ধের ঘোষণা আমরা মানি না। আন্দোলন চালিয়ে যাব। তাছাড়া আগামী সপ্তাহ থেকে আমাদের আমরণ অনশন শুরু হবে।’

এরআগে বৃহস্পতিবার দুপুরে জরুরি সিন্ডিকেট সভা ডেকে আগামী একমাস বন্ধ ঘোষণা করে রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয় চবি প্রশাসন।

প্রসঙ্গত, মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিন আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) থেকে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এরমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় বুধবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় চারুকলার শিক্ষার্থীদের পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল 

সর্বশেষ

পাঠকপ্রিয়