Cvoice24.com

বৃষ্টিতে পানি উঠবে, নিষ্কাশনে সেবা সংস্থাকে সমন্বয় করতে বললেন মেয়র

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২২ জুন ২০২২
বৃষ্টিতে পানি উঠবে, নিষ্কাশনে সেবা সংস্থাকে সমন্বয় করতে বললেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বৃষ্টিতে শহরে পানি উঠবে। তবে কীভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায় সে বিষয়ে সকল সেবা সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

বুধবার (২২ জুন) দুপুরে নগরের টাইগারপাস চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা প্রকোপ  নিরসনে করণীয় নির্ধারণ সংক্রান্ত বিশেষ সভার শুরুতে মেয়র কথা বলেন।

মেয়র বলেন, বর্ষার টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকা পানিতে ডুবে গেছে। বৃষ্টির পর পানিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। তবে সেবা সংস্থার দায়িত্ব হলো নাগরিকদের কল্যাণে কাজ করা যাওয়া। 

গত বৃহস্পতিবার বন্দরনগরীতে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার ভারী বৃষ্টিপাতে রুপ নেয়। বৃষ্টিতে নগরের বেশ কিছু এলাকা হাঁটুপানিতে ডুবে যায়। বৃষ্টিতে নগরের বহদ্দারহাট এলাকায় মেয়রের বাড়িতে পানি উঠে যায়। সোমবার বৃষ্টি কমে এলেও  অনেক এলাকা জলমগ্ন ছিল।

এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনার পর বৃষ্টিতে  নগরের জলাব্ধতায় করণীয় ঠিক করতে বিশেষ সভার আয়োজন করে চসিক। সভার শুরুতে চসিকের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম নগরের বিভিন্ন খালের বর্তমান চিত্র তুলে ধরেন।

সভায় সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, জলাবদ্ধতার জন্য নেওয়া সিডিএর মেগা প্রকল্পের পরিচালক দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন।

সিভয়েষস/আরকে

সর্বশেষ

পাঠকপ্রিয়